491
Published on সেপ্টেম্বর 8, 2014প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেয়া হয়।
মন্ত্রিপরিষদ সচিব এম মুশাররফ হোসেন ভূইয়া বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন।
তিনি বলেন, সরকার তেজগাঁও শিল্প এলাকা কসভারসনের জন্য একটি মাস্টার প্লান প্রণয়ন করবে। তিনি বলেন, কনভারসনের পর তেজগাঁওয়ে আর কোনো ভারী অথবা হালকা শিল্প করা হবে না। শিল্প এলাকার ৪৩০টি প্লটের মালিকরা তাদের প্লট কনভারসন করার খরচের টাকা দেবে।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, বৈঠকে প্রধানমন্ত্রী শিল্প এলাকার কনভাসনের জন্য একটি মাস্টার প্লান প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন।
মন্ত্রিসভায় কূটনৈতিক এবং সরকারি পাসপোর্টধারীদের ওয়েভিং ভিসার জন্য বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরের অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন করেছে। এই চুক্তির অধীন দু’দেশের কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারী একে অপরের দেশে ৩০ দিন ভ্রমণ করতে পারবেন অথবা ভিসা ছাড়া ট্রানজিট সুবিধা পাবেন।
-বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)