478
Published on সেপ্টেম্বর 8, 2014এই প্রকল্পটি ঋণ পরিশোধের হার ধার্য করেছে ৮৭ শতাংশ। বাংলাদেশ ব্যাংক এই প্রকল্পে আরও ২ কোটি টাকা বিনিয়োগ করবে শীঘ্রই। এর আগে একজন মানুষ ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ নিতে পারতেন, এখন তারা ১ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবে। অন্যান্য ক্ষেত্রেও এই ঋণের পরিমাণ আরও বাড়বে। উদাহরণস্বরূপ বাড়ি বানানোর জন্য একজন ব্যক্তি আগে সর্বোচ্চ ৭ হাজার টাকা ঋণ পেলেও এখন তিনি ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে পরিচালিত এই প্রকল্পটিতে সুদের হার ৬ শতাংশ এবং এই ঋণ ১২০ মাসে ১০ কিস্তিতে পরিশোধ করা যাবে।