511
Published on সেপ্টেম্বর 8, 2014আজ সোমবার রাজধানীর একটি হোটেলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের স্বাস্থ্যমন্ত্রীদের ৩২তম সম্মেলনের প্রাক্কালে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এ ঘোষণা দেন।
নিউরো ডেভেলপমেন্ট ডিজঅর্ডার ও অটিজম বিষয়ে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে সায়মাকে এ পুরস্কার দেওয়া হচ্ছে। বিশ্ব সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক পুনম ক্ষেত্রপাল সিং ১০ সেপ্টেম্বর তাঁর হাতে এ পুরস্কার তুলে দেবেন।
৯ সেপ্টেম্বর ঢাকার সোনারগাঁও হোটেলে দক্ষিণ-পূর্ব এশিয়ার স্বাস্থ্যমন্ত্রীদের ৩২তম সম্মেলন ও ১০ থেকে ১২ তারিখ পর্যন্ত আঞ্চলিক কমিটির ৬৭তম সভা অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনের উদ্বোধন করবেন। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক মার্গারেট চ্যান। বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সম্মেলনে সভাপতিত্ব করবেন।
সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের ১১ সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেবে। এ ছাড়া ভুটান, দক্ষিণ কোরিয়া, ভারত, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও পূর্ব তিমুরের স্বাস্থ্যমন্ত্রী ও প্রতিনিধিরা এ সম্মেলনে যোগ দেবেন।