436
Published on সেপ্টেম্বর 8, 2014এই সম্মেলনে বিভিন্ন কীটপতঙ্গ দংশন জনিত বিভিন্ন রোগ মোকাবেলার উপায় সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে যা ঢাকা ঘোষণা নামে ঘোষিত হবে। দক্ষিণপূর্ব এশিয়ার লক্ষ লক্ষ মানুষ এই সব কীটপতঙ্গ দংশন জনিত রোগের কারণে ভুক্তভোগী, রোগ গুলোর মধ্যে ডেঙ্গু,ম্যালেরিয়া, ফাইলেরিয়া জনিত গোদ রোগ ও কালা জ্বর অন্যতম। এশিয়ার এই এলাকায় গতানুগতিক ওষুধ পত্র এবং প্রয়োজনীয় ব্যবস্থাপনা, জনগণের স্বাস্থ্য সেবার নিবন্ধন বিষয়ে বিস্তারিত আলোচনা হবে এই সম্মেলনে। South-East Asia Region (SEARO) এর সদস্য দেশগুলো হচ্ছে বাংলাদেশ, ভুটান, গণপ্রজাতন্ত্রী কোরিয়া,ভারত, ইন্দোনেশিয়া,মালদ্বীপ,মায়ানমার,নেপাল,শ্রীলঙ্কা,থাইল্যান্ড ও পূর্ব তিমুর।
বাংলাদেশ ও ভারতের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
সম্মেলনে যোগ দিতে ভারতের স্বাস্থ্য মন্ত্রী ডাঃ হর্ষ বর্ধন আজ বাংলাদেশে এসে পৌঁছেছেন । তাঁর এই সফরের সময় বাংলাদেশে ভারতের সর্বাধিক প্রচলিত ওষুধ ও মেডিক্যাল সিস্টেম এবং রক্ত সঞ্চালন বিজ্ঞান এর প্রচলন ঘটাতে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হবে। উল্লেখ্য যে, বাংলাদেশের সাথে চিকিৎসা বিজ্ঞানের এই চুক্তি সম্পাদন বিল কিছুদিন আগেই ভারতের লোকসভায় অনুমোদিত হয়।