463
Published on সেপ্টেম্বর 7, 2014আজ রাতে সংসদ ভবনে আওয়ামী লীগ সংসদীয় দলের (এএলপিপি) সভায় তিনি এ নির্দেশ দেন।
বৈঠক শেষে চিফ হুইপ আ স ম ফিরোজ এ ব্যাপারে সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী সংসদ সদস্যদের দেশের জনগণের কাছে যেতে এবং এই সংশোধনীর প্রয়োজনীয়তা সম্পর্কে তাদেরকে অবহিত করার নির্দেশ দিয়েছেন।
এই সংশোধনীর ফলে বিচারকদের অপসারণ আগের চেয়েও কঠিন হবে- এ কথাটি জনগণের মাঝে ছড়িয়ে দেয়ার জন্য আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সংসদ সদস্যদের নির্দেশ দেন।
আ স ম ফিরোজ বলেন, স্বার্থান্বেষী মহল কেন এই সংশোধনীর বিরোধিতা করছে তা জনগণকে জানানোর জন্যও প্রধানমন্ত্রী সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানান।
চিফ হুইপ বলেন, ‘সংবিধান (১৬তম সংশোধনী) বিল-২০১৪’ আজ সংসদে উপস্থাপন করা হয়েছে। সংসদের বর্তমান অধিবেশনেই এটি পাস হবে বলে আশা করা যাচ্ছে।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বহুল আলোচিত বিলটি সংসদে উপস্থাপন করেন। এতে সুপ্রীম কোর্টের বিচারকদের অভিশংসন করার ক্ষমতা সংসদকে দেয়ার প্রস্তাব করা হয়েছে।
-বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)