584
Published on সেপ্টেম্বর 3, 2014বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে লি জুন এ কথা বলেন।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব একেএম শামীম চৌধুরী সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন।
শামীম চৌধুরী সাংবাদিকদের বলেন, সাক্ষাতকালে লি জুন প্রধানমন্ত্রীকে বলেন, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী চাইনিজ ভাষায় অনুবাদ করে চীন সরকার তা প্রকাশ করবে।
প্রেস সচিব বলেন, বঙ্গবন্ধু দু’বার চীন সফর করেছেন। একবার ১৯৫২ সালে, আরেকবার ১৯৫৭ সালে। তখন বঙ্গবন্ধু সেখানে যা যা করেছিলেন তার ডায়েরি চীন সরকার চাইনিজ ভাষায় অনুবাদ করেছে। শিগগিরই তা সেখানে (চীনে) প্রকাশিত হবে বলেও লি জুন প্রধানমন্ত্রীকে জানিয়েছেন।
সরকারের প্রশংসা করে লি জুন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সময়ে বাংলাদেশের সঙ্গে চীনের পারস্পরিক সম্পর্ক আরো দৃঢ় হয়েছে। শেখ হাসিনার সরকারের সময়েই বাংলাদেশে সবচেয়ে বেশি চীনা বিনিয়োগ এসেছে।
সাক্ষাতকালে শেখ হাসিনা দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে চীনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়নে চীনের সহযোগিতার জন্য বিদায়ী রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান শেখ হাসিনা।