444
Published on সেপ্টেম্বর 3, 2014চীনের বিদায়ী রাষ্ট্রদূত লি জুং আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশকে ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত করতে আমরা চীনের কাছ থেকে আরো বেশি আর্থিক সহায়তা চাই।’
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী সাংবাদিকদের একথা জানান।
তিনি বলেন, প্রধানমন্ত্রী বাংলাদেশের আর্থ-সামাজিক বিশেষ করে অবকাঠামো উন্নয়নে অব্যাহত সহায়তার জন্য চীন সরকারকে ধন্যবাদ জানান।
শেখ হাসিনা আশা প্রকাশ করেন, ঢাকা ও বেইজিংয়ের দ্বিপক্ষীয় সম্পর্ক আগামীতে আরো জোরদার হবে।
চীনের রাষ্ট্রদূত আর্থ-সামাজিক ক্ষেত্রে বাংলাদেশের ব্যাপক সাফল্যের ভূয়সী প্রশংসা করে বলেন, শেখ হাসিনার বিচক্ষণ ও দূরদর্শী নেতৃত্বে এই উন্নয়ন সম্ভব হয়েছে। আগামীতে বাংলাদেশে চীনের বিনিয়োগ আরো বৃদ্ধি পাবে বলে তিনি উল্লেখ করেন।
লি জুং বলেন, বর্তমান সরকারের আমলে চীন ও বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরো সুসংহত হয়েছে।
তিনি প্রধানমন্ত্রীকে অবহিত করেন যে, তার সরকার ১৯৫২ ও ১৯৫৭ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চীন সফরকালের কর্মব্যস্ততার বিবরণ চৈনিক ভাষায় প্রকাশ করবে। এছাড়া বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীও চৈনিক ভাষায় অনূদিত হবে।
-বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)