557
Published on সেপ্টেম্বর 2, 2014বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির (বিআরসিএস) একটি প্রতিনিধিদল আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর তেজগাঁও কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন।
প্রধানমন্ত্রী দেশে প্রাকৃতি দুর্যোগের সময় বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির কর্মকাণ্ডের প্রশংসা করেন। সৌজন্য সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব একেএম শামীম চৌধুরী এ ব্যাপারে সাংবাদিকদের অবহিত করেন।
প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সোসাইটির চেয়ারম্যান ড. এম এস আকবর। প্রতিনিধিদলের অন্যান্য সদস্যদের মধ্যে ছিলেন হেড অব গভর্নেন্স সাপোর্ট আইএফআরসি জেনেভার প্রাঙ্ক ওলাফ মরহাওয়ের, বিআরসিএস’র সদস্য ড. হাবিবে মিল্লাত এমপি এবং আইএফআরসি’র এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সাংগঠনিক উন্নয়ন সমন্বয়ক জন গুইন।
এসময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবদুস সোবহান শিকদার এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।
শেখ হাসিনা বলেন, দেশে কোন গৃহহীন নাগরিক থাকবে না এবং তাঁর সরকার গ্রামের জনগণকে নগরের সুবিধা প্রদানের লক্ষ্যে পল্লী এলাকায় বহুতল ভবন নির্মাণ করবে।
তিনি বলেন, পাশাপাশি স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকার কর্তৃক নির্মিত মুজিব কেল্লাগুলো সংস্কার করা হবে। তিনি বলেন, সরকার উপকূলীয় এলাকায় আরো বহুতল ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র নির্মাণ করবে।
প্রধানমন্ত্রী বাংলাদেশে রেডক্রিসেন্ট সোসাইটির মানবিক কর্মকাণ্ডের প্রশংসা করেন। শেখ হাসিনা স্বাধীনতার পর যুদ্ধবিধ্বস্ত দেশের পুনর্গঠনে বাংলাদেশে জাতিসংঘের বিভিন্ন সংস্থার সেবারও প্রশংসা করেন।
প্রতিনিধিদলের সদস্যরা সরকারের কোন হস্তক্ষেপ ছাড়া বাংলাদেশে কর্মকাণ্ড পরিচালনায় সহযোগিতা প্রদানের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
-বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)