465
Published on সেপ্টেম্বর 1, 2014স্বেচ্ছাসেবকরা সবার দোরগোড়ায় পৌঁছে যাবে নতুন ভোটার তৈরি করতে, ভোটার স্থানান্তর করতে, সংশোধন এবং মৃতব্যক্তির তথ্য বিমোচনের জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে। যেসকল নাগরিক এবছরের জানুয়ারী নাগাদ ১৮ বছরে উত্তীর্ণ হয়েছেন, অথবা আগে নিবন্ধন করতে পারেননি তারা এখন সেটি করে নিতে পারবেন।
যেকোনো নির্বাচনী এলাকার জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে এবং ভৌতিক ভোটার নির্মূল করতে নির্বাচন কমিশন দৃঢ় সংকল্পবদ্ধ।
প্রথম পর্যায়ের নবায়ন শুরু হয়েছিলো বৃষ্টির প্রকোপ শুরু হবার আগে ১৫ মে থেকে দেশের উপকূলবর্তী ও জলাভূমি এলাকাগুলোতে; পরবর্তীতে দ্বিতীয় পর্যায়টি হয়েছে শহরগুলোতে। ইতোমধ্যেই ৪০০টিরও বেশি উপজেলায় কাজ সম্পন্ন হয়েছে।
এই তিন-পর্যায়ের এই কর্মকাণ্ডে ৬০,০০০এরও বেশি জনগণ অংশ নিয়েছে এবং এর খরচ ৫৯কোটি টাকায় দাঁড়াবে বলে ধারণা করা হচ্ছে।
নির্বাচন কমিশন আশা করছে তালিকা নবায়নের কাজটি নভেম্বেরের মধ্যেই শেষ হয়ে যাবে এবং আগামী বছরের শুরুতেই তারা একটি খসড়া তালিকা প্রকাশ করতে পারবে।