জাপানের আইটি প্রফেশনাল সেন্টারের সদস্য হল বাংলাদেশ

535

Published on সেপ্টেম্বর 1, 2014
  • Details Image

মালয়েশিয়া, সিঙ্গাপুরের পর সপ্তম দেশ হিসেবে বাংলাদেশ তথ্য প্রযুক্তি খাতের এ সংগঠনটির সদস্যপদ লাভ করলো।

আইটিপেক জাপান প্রবর্তিত একটি পরীক্ষা পদ্ধতি যা দিয়ে আইসিটি জনবলের জ্ঞান ও দক্ষতা মূল্যায়ন করা হয়। এ চুক্তির ফলে বাংলাদেশিরা এখন দেশে বসেই আইটিপেক এর পরীক্ষায় অংশ নিতে পারবে।

পরীক্ষায় পাশ করলে জাপান, চীন সিঙ্গাপুরসহ বিশ্বের ১২টি দেশে তথ্যপ্রযুক্তি খাতে বাংলাদেশিরা কাজের সুযোগ পাবে বলে জানান আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।

পেশাজীবী, শিক্ষার্থীসহ সব ডিসিপ্লিনের সব বয়সী মানুষেরই এ পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ রয়েছে বলেও তিনি জানান।

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত