414
Published on সেপ্টেম্বর 1, 2014নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষাকল্পে, আওয়ামী লীগ সরকার ২০০৮ সালে ক্ষমতায় আসার পর থেকে, দেশের নারীদের উন্নয়নের জন্য, বেশ কিছু উল্লেখযোগ্য উদ্যোগ নিয়েছে-বিনামূল্যে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা, ডিগ্রি পর্যায়ে বৃত্তি প্রদান তার মধ্যে অন্যতম। আর এর সাফল্যের স্বীকৃতিস্বরূপ ইউনেস্কো এই প্রথমবারের মতো প্যারিসের বাইরে কনফারেন্সের আয়োজন করেছে।
ইউনেস্কোর মহাপরিচালক ইরিনা বোকোভা এই অনুষ্ঠানে যোগদানের জন্য আগামী ৭ সেপ্টেম্বর এখানে আসার কথা রয়েছে। এছাড়াও আরো ১২টি দেশের শিক্ষামন্ত্রীদেরও এই কনফারেন্সে আসার আমন্ত্রণ জানানো হয়েছে, আর আয়োজক হিসেবে কনফারেন্সের পরে একটি ঢাকা ঘোষণার আশা প্রকাশ করা হচ্ছে।