দেশের মানুষ বর্তমান সরকারের কর্মকান্ডে সন্তুষ্ট বলে জরিপে প্রকাশঃ বিএনপির আন্দোলনের আহবানকে প্রত্যাখ্যান

457

Published on সেপ্টেম্বর 1, 2014
  • Details Image

প্রায় ৭০ শতাংশ উত্তরদাতা মনে করেন দেশ সঠিক পথেই এগিয়ে যাচ্ছে। জরিপে অংশগ্রহণকারীদের দুই-তৃতীয়াংশ বলছেন, দেশের আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকার সফল। জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে শহর ও গ্রামে বসবাসকারী উভয় শ্রেণির নাগরিক রয়েছেন। এতে দেখা গেছে ৫৩ শতাংশ বলছেন এই সরকারের মেয়াদ পূরণ করার পরই নতুন একটি নির্বাচন দেওয়া উচিত।

জরিপে অংশগ্রহণকারী অর্ধেকেরও বেশি মানুষ জানিয়েছেন অবকাঠামোগত উন্নয়নই এ সরকারের সবচেয়ে বড় সাফল্য। ৬০ শতাংশেরও বেশি মানুষ বলছেন অর্থনৈতিক উন্নয়নে সরকার সফল হয়েছে। বিএনপি’র আন্দোলনের হুমকির বিষয়ে জরিপে অংশগ্রহনকারীদের একটি বড় অংশ, প্রায় ৭৮ শতাংশ, বলেছেন তারা কোন আন্দোলন চান না।

গত ১০-২২ আগস্ট দেশব্যাপী ১২১৭ উত্তরদাতার অংশগ্রহণে এই জরিপ পরিচালিত হয়। ঢাকা ট্রিবিউনের পক্ষে একটি স্বনামধন্য জরিপ পরিচালনাকারী প্রতিষ্ঠান এই জরিপটি সম্পাদন করে। ফোনকলের মাধ্যমে জরিপের তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়।

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত