457
Published on আগস্ট 28, 2014গড় জিডিপির বৃদ্ধি ১৯৯১ থেকে ২০০৯ পর্যন্ত ছিল শতকরা ৪.৫ যা পরের বছরগুলোতে বেড়ে শতকরা ৬.২ হয়েছে পরের বছরগুলোতে। রেমিট্যান্সের প্রবাহও ২০০৬-০৭ বর্ষে যেখানে ছিলো ৬বিলিয়ন ডলার সেখানে ২০১৩-১৪ বর্ষে হয়েছে ১৪.২ বিলিয়ন ডলার। পরিকল্পনা মন্ত্রী এএইচএম মুস্তাফা কামাল সর্বশেষ একনেক(ECNEC)এর বৈঠকে এই সকল তথ্য প্রদান করে যার সভাপতিত্বে ছিলেন দেশের প্রধানমন্ত্রী।