552
Published on আগস্ট 28, 2014সংশোধিত "ডিজিটাল পদ্ধতির মাধ্যমে ভূমি জরিপ ও রেকর্ডস প্রণয়ন এবং সংরক্ষণ" ২০১৬ সালের মাঝামাঝি শেষ হলে, প্রতিটি ভূমি মালিক ৫৫টি জেলার ৪,৫৮,৪৩,৪০৪টি নামজারির (খতিয়ান) থেকে মৌজার নকশার প্রিন্ট কপি নিতে পারবেন। ইতোপূর্বে, ২০১২ সালে একনেক ৫৫৯৮ লক্ষ টাকা বরাদ্দে সহজে খতিয়ান সংরক্ষণ এবং মালিকগণের কাছে বিতরণের সুবিধা দিতে দুই বছরের একটি প্রকল্পের অনুমোদন দিয়েছিল।