582
Published on আগস্ট 27, 2014মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সাথে দ্বিপাক্ষিক বৈঠকের উদ্দেশ্যে ঢাকায় আসছেন জাপানের প্রধানমন্ত্রী সিনজো আবে।
এই অর্থবছরের মধ্যেই ঢাকায় বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার পরিকল্পনা করা হবে। জাপান সরকার এই কাজে ৪০ মিলিয়ন ইয়েন সহায়তা দেবে। একই কাজে পরের বছর জাপান সহায়তা দেবে ১৫ মিলিয়ন এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার অংশ হিসেবে একটি কোম্পানি চালু করা হবে, এই সময়ের মধ্যে।
ঢাকা ও চট্টগ্রামের অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে জাপান সরকার রেলওয়ে ও এক্সপ্রেস ওয়ে নির্মাণেও বাংলাদেশ সরকারকে সহায়তা করবে। মাতারবাড়িতে কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রটি উন্নয়ন কাজের তালিকায় অগ্রাধিকার পাবে।
জাপানের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ধীরে ধীরে দৃঢ়তর হচ্ছে।
-নিকি এশিয়ান রিভিও