বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) সংশোধন আইন ২০১৪ এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা

1705

Published on আগস্ট 26, 2014
  • Details Image


বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রী পরিষদ সচিব এম মোশাররফ হোসেন ভুঁইয়া বলেন, ২০১০ সালে ২ বছরের জন্য এ আইন প্রণীত হয়। পরে ২০১২ সালে এর মেয়াদ ২ বছর বাড়ানো হয়। এ সম্প্রসারিত কার্যকাল আগামী অক্টোবরে শেষ হবে।
এ প্রেক্ষাপটে মন্ত্রিসভা দেশে বিদ্যুতের চাহিদা মেটাতে বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ (বিশেষ বিধান) আইনটির মেয়াদ আরো ৪ বছর বাড়ানোর সিদ্ধান্ত নেয়।


বৈঠকে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফেরী কাউন্সিল এ্যাক্ট ২০১৪’র খসড়ার নীতিগত অনুমোদন দেয়া হয়। এই নতুন আইনের মাধ্যমে বাংলাদেশ নার্সিং কাউন্সিল অর্ডিনেন্স-১৯৮৩ পুনরুজ্জীবিত হবে। সুপ্রিম কোর্ট ২০১০ সালে সামরিক শাসনামলের অন্যান্য আইনের সঙ্গে প্রণীত এ আইনটিও অবৈধ ঘোষণা করে।
মন্ত্রী পরিষদ সচিব বলেন, আইনটি যুগোপযোগী করতে স্বাস্থ্য মন্ত্রণালয় অন্যান্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সকলের সঙ্গে আলোচনার ভিত্তিতে পূর্ববর্তী আইনটির প্রয়োজনীয় সংশোধনীর মাধ্যমে তা মন্ত্রিসভায় উপস্থাপন করেছে।


এতে নার্সিং ও মিডওয়েফেরী শিক্ষায় ডিপ্লোমা ও ডিগ্রী প্রাপ্তদের এ পেশায় কাজ শুরু আগে সংশ্লিষ্ট কাউন্সিলের অনুমোদন নেয়ার বিধান করা হয়েছে।
এই কাউন্সিলের ৭ সদস্যের নির্বাহী কমিটি থাকবে। এর প্রধান হবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব। এতে বিভিন্ন দফতর ও অধিদফতরের প্রধান এবং নার্সিং ও মিডওয়েফেরী শিক্ষার সঙ্গে সম্পর্কিত বিশিষ্ট ব্যক্তিবর্গ সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হবেন।

বাসস
ছবিঃ সাইফুল ইসলাম কল্লোল 

Live TV

আপনার জন্য প্রস্তাবিত