451
Published on আগস্ট 24, 2014এছাড়া মরহুমার আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্খী, মন্ত্রী, সংসদ সদস্য, আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা মিলাদ ও দোয়া মাহফিলে শরীক হন।
মিলাদ ও দোয়া মাহফিলে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এর আগে প্রধানমন্ত্রী মরহুমার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের সান্ত্বনা দেন।
প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের পত্নী আইভি রহমান ২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলায় গুরুতর আহত হন। প্রায় চারদিন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে আজকের এই দিনে তিনি শাহাদাৎ বরণ করেন। ।
-বাংলাদেশ সংবাদ সংস্থা
ছবিঃ সাইফুল ইসলাম কল্লোল