ধানমন্ডিতে মহিলা আওয়ামী লীগ আয়োজিত মিলাদ মাহফিলে যোগ দিলেন প্রধানমন্ত্রী

498

Published on আগস্ট 15, 2014
  • Details Image

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মিলাদ ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।

প্রধানমন্ত্রীর কন্যা সায়মা হোসেন পুতুল এবং তাঁর পরিবারের অন্য সদস্যরা মিলাদে অংশগ্রহণ করেন।

এছাড়াও, আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী ও এডভোকেট সাহারা খাতুন এবং মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগের নেতা-কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

মিলাদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবসহ ১৫ আগস্টে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এছাড়াও ২১ আগস্ট গ্রেনেডে হামলায় নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা করেও মোনাজাত করা হয়।

-বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত