গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদ জানালো মন্ত্রীসভা

467

Published on আগস্ট 11, 2014
  • Details Image

মন্ত্রিপরিষদ সচিব এম মোশাররফ হোসেন ভুইয়া বলেন, আজ সোমবার অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠকে এ সম্পর্কিত একটি প্রস্তাব গ্রহণ করা হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে এই প্রস্তাব গ্রহণ করা হয়।

মন্ত্রিসভা মনে করে গাজায় ইসরাইলী হামলা মানবাধিকার লংঘনের একটি জঘন্য দৃষ্টান্ত। প্রস্তাবে বলা হয়, গাজায় নারী ও শিশুদের বর্বরোচিত হত্যাকাণ্ড খুবই দুঃখজনক।

মন্ত্রিসভা গাজায় ইসরাইলের বর্বরোচিত হামলার এই বছরটিকে ফিলিস্তিনি জনগণের সঙ্গে আন্তর্জাতিক সংহতি বছর হিসেবে ঘোষণা দিয়ে বলেছে, এ বিষয়টি খুবই নিন্দনীয় ও বিতর্কিত।

মন্ত্রিসভা ফিলিস্তিনি জনগণের সঙ্গে সংহতি প্রকাশ পুনর্ব্যক্ত করে পরিস্কার ভাষায় বলেছে, বাংলাদেশ অতীতের ন্যায় সবসময় ফিলিস্তিনি জনগণের পাশে থাকবে।

মন্ত্রিসভা ফিলিস্তিনি জনগণের আইনগত অধিকার প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে ফিলিস্তিনি জনগণের পক্ষে বাংলাদেশের দৃঢ় অবস্থানের আলোকে তাদের পক্ষে প্রয়োজনীয় কূটনৈতিক তৎপরতা চালাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়েছে।

-বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত