জাতীয় জ্বালানী নিরাপত্তা দিবস-২০১৪ পালিতঃ জ্বালানী সাশ্রয়ে গ্রাহকদের উদ্বুদ্ধকরনের জন্য আহবান

1055

Published on আগস্ট 9, 2014
  • Details Image

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালের ৯ আগস্ট একটি বিদেশী কোম্পানির কাজ থেকে ৫টি গ্যাস ক্ষেত্র ক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ করেন। এ ঘটনার স্মরণে গত কয়েক বছর ধরে এই জ্বালানি নিরাপত্তা দিবস পালিত হয়ে আসছে।

দিবসটি উদযাপনে পেট্রোবাংলা র্যা লি ও সেমিনারসহ বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে।

এক সেমিনারে প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী দেশের উন্নয়নে জ্বালানি সাশ্রয়ী ডিভাইস ব্যবহারে গ্রাহকদের প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, গত কয়েক বছর ধরে আমরা বাসাবাড়ি, বাণিজ্যিক ও শিল্প কারখানার গ্রাহকদের জ্বালানি সাশ্রয়ী ডিভাইস ব্যবহারে উদ্বুদ্ধ করার চেষ্টা চালিয়ে আসছি। যদি জ্বালানি সাশ্রয়ী ডিভাইস ব্যবহার করা না হয় তাহলে জ্বালানি সাশ্রয়ে এ ধরনের ডিভাইস ব্যবহারে বাধ্য করা হবে।

জ্বালানি সচিব আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ, জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি তাজুল ইসলাম ও বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) চেয়ারম্যান এ আর খান বক্তব্য রাখেন।

-বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত