নেপালের বিদ্যুৎ বিপণনের মাধ্যমে সার্কভুক্ত দেশগুলোর আঞ্চলিক সম্পর্ক জোরদার হবেঃ প্রধানমন্ত্রী

452

Published on আগস্ট 6, 2014
  • Details Image

সফররত নেপালের জ্বালানী মন্ত্রী রাধা কুমারী গ্যাওয়ালী আজ বিকেলে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব একেএম শামীম চৌধুরী এ ব্যাপারে সাংবাদিকদের অবহিত করেন।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশ নেপালের কাছ থেকে বিদ্যুৎ কিনতে পারে অথবা নেপালের জলবিদ্যুৎ কেন্দ্র সমূহে বিনিয়োগ করতে পারে।

ট্রানজিট সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, দু’দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধির লক্ষ্যে নেপাল বাংলাদেশের সড়ক ও রেলপথ ব্যবহার করতে পারে।

দারিদ্র্যতাকে এ অঞ্চলের প্রধান প্রতিবন্ধকতা হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এ অঞ্চলকে দারিদ্রের অভিশাপ থেকে মুক্ত করতে সার্কভুক্ত দেশগুলোকে একসাথে কাজ করতে হবে।

প্রধানমন্ত্রীর জ্বালানী উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহি চৌধুরী, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এবং বাংলাদেশে নেপালের রাষ্ট্রদূত হরি কুমার শ্রেষ্ঠ এসময় উপস্থিত ছিলেন।

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত