যাত্রীবাহী লঞ্চ পিনাক-৬ উদ্ধারে সর্বাত্মক তৎপরতার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী

450

Published on আগস্ট 4, 2014
  • Details Image

সেনা, নৌবাহিনী, র্যা ব, কোস্ট গার্ড, ফায়ার ব্রিগেড ও বিআইডব্লিউটিএর সংশ্লিষ্ট সকলকে এ ব্যাপাওে কোনো ধরনের অবহেলা না করে দ্রুত কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। উদ্ধার কাজের সার্বক্ষণিক খোঁজ-খবরও রাখছেন তিনি।

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি মাহবুবুল হক শাকিল একথা জানিয়ে বলেন, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উদ্ধার তৎপরতা অব্যাহত ও নির্বিঘ্ন রাখতে স্থানীয় প্রশাসনকেও প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন।

আজ সকাল ১১টার দিকে মাওয়া ঘাটের ১০০ গজ দূরে লৌহজং চ্যানেলে প্রচন্ড স্রোতের তোড়ে ২৫০ জনেরও বেশি যাত্রী নিয়ে লঞ্চটি ডুবে যায়। লঞ্চটি কাওড়াকান্দি থেকে মাওয়া যাচ্ছিলো।

শেষ খবর পাওয়া পর্যন্ত এই লঞ্চডুবিতে দুই জন নারীর মরদেহ উদ্ধার হয়েছে। শতাধিক যাত্রী সাঁতরে তীরে উঠতে পেরেছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

নৌবাহিনী, কোস্টগার্ড, ফায়ার ব্রিগেডের ডুবুরীরা উদ্ধার কাজ অব্যাহত রেখেছে।

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত