467
Published on জুলাই 22, 2014একই সাথে তিনি মাধ্যমিক স্তর পর্যন্ত অবৈতনিক শিক্ষা ও বিভিন্ন ধরনের আর্থিক সুযোগ সুবিধা সৃষ্টির লক্ষে বৃত্তি প্রদানের জন্য শেখ হাসিনার প্রশংসা করেন। বাংলাদেশে এমডিজির ভুয়সী প্রশংসা করে তিনি বলেন, ‘যখন আমি এমডিজির চার্ট দেখি তখন সকল ক্ষেত্রে বাংলাদেশকে গ্রীণ দেখি।’
আন্থনি লেক আজ গার্ল সামিট শুরু আগে ওয়ার্ন্ড ওর্থ একাডেমীর দ্বিপাক্ষিক সভাকক্ষে প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে আসলে এ কথা বলেন।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব একেএম শামীম চৌধুরী সাংবাদিকদের এ কথা জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ’৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং পরবর্তী সময়ে বাংলাদেশে শিশুর উন্নয়নে (পুষ্টি, শিক্ষা, ও শিশু অধিকার রক্ষায়) ইউনিসেফের বিশেষ ভূমিকার জন্য তাকে ধন্যবাদ জানান।
তাছাড়া ইউনিসেফের বৈশিক কান্ট্রি প্রগ্রামে বাংলাদেশকে আর্থিক বাজেটে অগ্রাধিকার দেবার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউনিসেফের নির্বাহী পরিচালককে ধন্যবাদ জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্য শিশু বিবাহ বন্ধ করার বিষয়ে যে অঙ্গীকার করেছেন তার ভুয়সী প্রশংসা করেন আন্থনি লেক এবং প্রধানমন্ত্রীর অঙ্গীকার বাস্তবায়নে বাংলাদেশের সাথে একযোগে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গার্ল সামিটে যোগদানে তিন দিনের সফরে এখন লন্ডনে রয়েছেন।