522
Published on জুলাই 16, 2014এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের আমন্ত্রণে লন্ডন যাচ্ছেন। এই সফরের সময়ে ডেভিড ক্যামেরুনের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক হবে। এছাড়া তিনি লন্ডনে একটি নারীবিষয়ক সমাবেশে যোগ দেবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডন সফরকালে ডেভিড ক্যামেরুনের সঙ্গে বৈঠকে মিলিত হবেন। আগামী ২২ জুলাই ব্রিটিশ প্রধানমন্ত্রীর দশ নম্বর ডাউনিং স্ট্রিটের সরকারী বাসভবনে দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠক হবে। বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি লন্ডন সফরে যাচ্ছেন।
সূত্র জানায়, লন্ডনে প্রথমবারের মতো আগামী ২২ জুলাই ‘গার্ল সামিট-২০১৪’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। জাতিসংঘ ও ব্রিটিশ সরকার যৌথভাবে এই গার্ল সামিটের আয়োজন করছে। এই সমাবেশে নারীদের বাল্যবিয়ে ও জোরপূর্বক বিয়ে বিষয়ে আলোচনা হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গার্ল সামিটের উদ্দেশ্যে লন্ডন সফরে গেলেও সে সময় বাংলাদেশ-যুক্তরাজ্যের দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুনের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ইত্যাদি বিষয়ে নানা আলোচনা হবে।
সূত্র জানায়, বর্তমান সরকারের আমলে প্রধানমন্ত্রী হওয়ার পর এটি হবে শেখ হাসিনার চতুর্থ বিদেশ সফর। ৫ জানুয়ারির নির্বাচনের পরে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পরে এবার প্রথমবারের মতো ইউরোপের কোন দেশে যাচ্ছেন তিনি। সে কারণে এই সফরকে খুবই গুরুত্ব দেয়া হচ্ছে। ৫ জানুয়ারির নির্বাচন নিয়ে পশ্চিমা দেশের বিভিন্ন দেশের সঙ্গে সরকারের টানাপোড়েন শুরু হয়েছিল।
তবে ইতোমধ্যেই ইউরোপের বিভিন্ন দেশের কূটনীতিকরা সরকারের সঙ্গে কাজ করে যাবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। এসব নানা দিক বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্রিটেন সফরকে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী হিসেবে যুক্তরাজ্য এখানের বিভিন্ন খাতে সহযোগিতা করে আসছে। সে কারণে এই সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্কের আরও একটি নতুন মাত্রা যুক্ত হবে।
সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার লন্ডন সফর দ্বিপক্ষীয় না হলেও এই সফর শেষ পর্যন্ত একটি দ্বিপক্ষীয় সফরে রূপ পাবে। কেননা গার্ল সামিটের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে গেলেও ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুনের সঙ্গে একান্ত বৈঠক হবে। এছাড়া এই বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীও উপস্থিত থাকবেন। তাই শেষ পর্যন্ত লন্ডন সফর দ্বিপক্ষীয় সফর হিসেবেই রূপ পাবে।
এর আগে গত পহেলা মার্চ বিমসটেক সম্মেলনে যোগ দিতে মিয়ানমার যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর গত ২৫ মে টোকিও সফর করেন। টোকিও থেকে দেশে ফিরে এক সপ্তাহের ব্যবধানে কুনমিং হয়ে বেইজিং সফর (দ্বিপক্ষীয়) করেন। প্রতিবেশী ভারতের নতুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানেও তাঁর আমন্ত্রণ ছিল। কিন্তু জাপান সফরটি পূর্ব নির্ধারিত হওয়ায় তিনি দিল্লী না গিয়ে টোকিও সফরে যান।