গাজায় নিরপরাধ ফিলিস্তিনিদের হত্যার তীব্র নিন্দা জানিয়েছে মন্ত্রীসভা

565

Published on জুলাই 14, 2014
  • Details Image

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ সকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ নিন্দা জ্ঞাপন ও ইসলাইলের উপর চাপ প্রয়োগের আহবান জানানো হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব এম মোশাররফ হোসেন ভূঁইয়া সাংবাদিকদের একথা জানান।

তিনি মন্ত্রিসভার উদ্বৃতি দিয়ে বলেন, বাংলাদেশের সরকার ও জনগণ ফিলিস্তিনিদের অধিকার আদায়ের আন্দোলনে পূর্বের ন্যায় এখনও তাদের সঙ্গেই রয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, আজকের বৈঠকে দু’টি আইনের খসড়ার অনুমোদন ছাড়া আরও চারটি অবহিতকরণ মন্ত্রিসভাকে জানানো হয়।

তিনি বলেন, ‘বাংলাদেশ রেলওয়ে বোর্ড (রহিতকরণ) আইন, ২০১৪’র খসড়ার নীতিগত অনুমোদন মন্ত্রিসভা দিয়েছে।

মোশাররফ হোসেন ভূইয়া বলেন, সামরিক শাসনামলে জারি করা ‘বাংলাদেশ রেলওয়ে বোর্ড অর্ডিনেন্স’কে আইনে পরিণত করা হচ্ছে। আইনটি এখন বাংলায় হবে।

তিনি বলেন, এ আইনটি চূড়ান্ত হলে বর্তমানে যে কাঠামোতে রেল পরিচালিত হচ্ছে, তার আইনি ভিত্তি আরো জোরদার হবে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, মন্ত্রিসভা বাংলাদেশ ও আজারবাইজানের মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা চুক্তির সংশোধিত খসড়ারও অনুমোদন দিয়েছে।

তিনি বলেন, ২০১৩ সালের ১০ জুন দুই দেশের সাংস্কৃতিক সহযোগিতার এই চুক্তির খসড়ার নীতিগত অনুমোদন দেয়া হয়েছিল। কিন্তু চুক্তিটি ইংরেজি ভাষায় হবে বলে যখন চূড়ান্ত করা হয়, তখন আজারবাইজান সরকার দাবি জানায় ইংরেজির পাশাপাশি চুক্তিটি আজারি ভাষায়ও হতে হবে।

তিনি বলেন, আজারবাইজানের পাশাপাশি বাংলাদেশ সরকারও এ চুক্তির বাংলা ভার্সন থাকবে বলে দাবি করার প্রেক্ষিতে মন্ত্রিসভা আজ এ চুক্তির সংশোধিত খসড়ার অনুমোদন দিয়েছে।

সূত্রঃ বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত