528
Published on জুলাই 13, 2014আজ রোববার দলের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এক বিবৃতিতে বলেন, ‘জাতিসংঘ কূটনীতিক তৎপরতা চালালেও তাতে তেমন কোন অগ্রগতি না হওয়া বিশ্ব শান্তির জন্য এক অশনিসংকেত। তাছাড়া জাতিসংঘের মানবাধিকার সংস্থাসহ আন্তর্জাতিক মহলের আহ্বান উপেক্ষা করে এই হামলা অব্যাহত রাখার যে ঘোষণা ইসরায়েলের রাষ্ট্রপ্রধান দিয়েছেন তা বিশ্বের শান্তি রক্ষার জন্য হুমকিস্বরূপ।’
বিবৃতিতে তিনি অবিলম্বে কূটনৈতিক তৎপরতা বাড়িয়ে আন্তর্জাতিক পদক্ষেপ গ্রহণের মাধ্যমে এই বর্বোরোচিত হামলা বন্ধের দাবি জানান।
সৈয়দ আশরাফ বলেন, ‘গত পাঁচদিন যাবৎ ইসরায়েলীরা ফিলিস্তিনিদের গাজা উপত্যক্যায় বিমান ও মর্টার হামলা অব্যাহত রেখেছে। শনিবার দুটি মসজিদে, দাতব্য প্রতিবন্ধী কেন্দ্রসহ বেশ কয়েক জায়গায় হামলা চালিয়েছে ইসরায়েলীরা। হামলায় এ পর্যন্ত ১২৪ জন মৃত্যুবরণ করেছে, আহত হয়েছে শিশু ও নারীসহ ৭৫০ জনেরও বেশি।’
তিনি বলন, ‘অব্যাহত হামলার কারণে ফিলিস্তিনের গাজায় এখন মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। যা বিপন্ন মানবতাকে বিশ্ববাসীর সামনে তুলে ধরছে। ঐ এলাকার জনগণ আরো হামলার ভয়ে বাড়ি-ঘর ছেড়ে খোলা জায়গায় অবস্থান করে মানবেতর ও আতংকের মাঝে দিনাতিপাত করছে। হাসপাতালগুলো লাশের সারি আর আহতদের আর্তনাদে ভারী হয়ে উঠেছে। যা বিশ্ব বিবেককে নাড়া দিয়েছে।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘গতকাল গাজা শহরের পার্শ্ববর্তী তুফাহর পূর্বাঞ্চলে সর্বশেষ হামলায় ৩ জন নিহত হয়। এর আগে উত্তরাঞ্চলের বেইত লহিয়ায় প্রতিবন্ধী বিষয়ক একটি দাতব্য সংস্থায় এ হামলায় ২ জন নিহত হয়। শহরের পশ্চিমাঞ্চলে হামলায় ৩ জন নিহত হয়। গাজায় দুটি মসজিদ বোমা মেরে উড়িয়ে দেয়া হয়েছে। সিয়াম সাধনার মাসে এই ধরনের বর্বরোচিত হামলা বিশ্ববাসীর কাম্য নয়। ফিলিস্তিনিদের উপর ইসরায়েলীদের এহেন বর্বরোচিত হামলায় বিশ্ববাসীর সাথে বাংলার জনগণও হতবাক।’
গত ৫দিন যাবৎ ফিলিস্তিনির গাজা উপত্যক্যায় ইসরায়েলীদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং ফিলিস্তিনিদের উপর বর্বরোচিত হামলা বন্ধের জন্য আন্তর্জাতিক পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানান সৈয়দ আশরাফ।