তথ্যপ্রযুক্তি ব্যবহার করে আওয়ামী লীগ আরো শক্তিশালী হবেঃ জয়

477

Published on জুলাই 3, 2014
  • Details Image

তিনি বলেন, সাড়ে পাঁচ বছর ধরে সফলভাবে দেশ চালিয়ে যাচ্ছে আওয়ামী লীগ। তথ্য-প্রযুক্তি ব্যবহার করে এই দলকে আরো শক্তিশালী করার আগ্রহ ব্যক্ত করেন তিনি।

জয় আজ বৃহস্পতিবার সকালে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে দলের সাত সাংগঠনিক সম্পাদক, দপ্তর সম্পাদক এবং প্রচার ও প্রকাশনা সম্পাদকদের নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের সাথে বলেন। প্রায় পৌনে দুই ঘন্টা বৈঠক করেন জয়।

প্রতিশ্রুতি অনুযায়ী ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়তে দল সরকারকে বিভিন্নভাবে সহায়তা করে যাচ্ছে। এ তরুণ তথ্য প্রযুক্তিবিদ এখন থেকে এব্যাপারে দলকে সহায়তা করবেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা ইতোমধ্যে কাজ শুরু করে দিয়েছি। দলের সদস্যদের ডাটাবেজ তৈরি করা হবে। ওয়ার্ড পর্যায় থেকে নেতাকর্মীদের তথ্য নিয়ে ডাটাবেজ তৈরি করা হচ্ছে । এরফলে সহজে সবার সঙ্গে যোগাযোগ করা যাবে।

সম্পাদকদের সঙ্গে বৈঠক প্রসঙ্গে জয় বলেন, আওয়ামী পরিবার সবসময় সরকারকে সহযোগিতা করে। সরকারও আওয়ামী পরিবারকে শক্তিশালী করার জন্য ও উন্নয়ন কর্মকান্ডকে চলমান রাখতে তথ্য প্রযুক্তিকে কীভাবে ব্যবহার করবে- সেজন্যই এ বৈঠক।

তিনি বলেন, ডাটাবেজ তৈরি করার জন্য আমরা মাঠ পর্যায়ের তথ্য নিচ্ছি। সবার সহযোগিতা চাই। এভাবেই এগিয়ে যাবো, আওয়ামী লীগকে এগিয়ে নেব।

বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, বীর বাহাদুর, বিএম মোজাম্মেল হক, আফম বাহাউদ্দিন নাছিম, মিজবাহ উদ্দিন সিরাজ, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, খালিদ মাহমুদ চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রমুখ।

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত