নদী ভাঙ্গন প্রতিরোধে ২৫৫ মিলিয়ন ডলার ঋণ দেবে এডিবি

665

Published on জুলাই 2, 2014
  • Details Image

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, নদীর পাড় রক্ষায় এডিবি অর্থিক সহায়তা দেবে। বিশেষ করে ভূমিক্ষয় রোধে। ভূমিক্ষয়ের কারণে প্রতিনিয়ত বাংলাদেশের জীবজগত ধ্বংস হচ্ছে। দেশের অর্থনীতিতে বছরে লোকসান হচ্ছে ২৫ কোটি টাকা।

এডিবি’র আর্থিক সহায়তায় বাংলাদেশের ঝুঁকিপূর্ণ প্রধান নদীপথ যমুনা, পদ্মা ও গঙ্গা নদীর পাড় রক্ষায় অবকাঠামো নির্মাণ এবং বাঁধ নির্মাণ করা হবে।

জরিপে দেখা গেছে, বন্যা ও নদী ভাঙনের দিক দিয়ে বাংলাদেশ বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশ। যেখানে বছরে ৬ হাজার হেক্টর জমি প্লাবিত হয় বা তলিয়ে যায়। এছাড়া এক লাখ দরিদ্র মানুষ তাদের জমি, ফসল এমনকি বসবাসের ঘর হারিয়ে নিঃস্ব হয়।

এডিবি’র দক্ষিণ এশিয়া বিভাগের পানি বিশেষজ্ঞ নাটসুকো টোটসুকা বলেন, ভাঙন রক্ষায় নদীর পাড়ে কংক্রিট বা পাথরের অবকাঠামো নির্মাণের চেয়ে বালিভর্তি বস্তা দিয়ে প্রতিবন্ধক স্তর তৈরি করা অধিক সাশ্রয়ী ও কার্যকর। বাংলাদেশের বিভিন্ন জায়গায় এ পদ্ধতি ব্যবহার করে অধিক সুফল পাওয়া গেছে।

এডিবি’র এ সহায়তা বন্যা ও ভাঙন প্রতিরোধ ব্যবস্থাপনাকে শক্তিশালী করবে। এছাড়া স্থানীয় মানুষকে বন্যা ও নদীর পাড় রক্ষার অবকাঠামোগুলোর পরিচালনা ও রক্ষাণাবেক্ষণের শিক্ষা দেবে। প্রথম ধাপে অগ্রাধীকার ভিত্তিতে তিনটি এলাকায় ৬ কোটি ৫০ লাখ ডলার ব্যয় করা হবে। পরবর্তীতে এডিবি কয়েকটি ধাপে মোট ২৫ কোটি ৫০ লাখ ডলার আর্থিক সহায়তা দেবে।

চলতি সপ্তাহে বাংলাদেশের জন্য এডিবি আরও দু’টি পৃথক ঋণ প্রকল্প অনুমোদন দিয়েছে। যার মধ্যে দেশের সবচেয়ে বড় সেচ প্রকল্প অধুনিকীকরণ করা হবে। এ জন্য ৪ কোটি ৬০ লাখ ডলার ঋণ সহায়তা দেওয়া হবে।

এছাড়া ৫ কোটি ২০ লাখ ডলার জলবায়ু ফান্ড। যা দেশের ৮টি ঝুঁকিপূর্ণ উপকূলীয় এলাকায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতি কমাতে সহায়তা করবে।

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত