602
Published on জুলাই 1, 2014প্রধানমন্ত্রী ইফতারীর বিভিন্ন টেবিল ঘুরে ঘুরে অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের কুশল সম্পর্কে খোঁজ-খবর নেন।
ইফতারের আগে জাতির অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা এম সালাউদ্দিন আহমেদ মোনাজাত পরিচালনা করেন।
মোনাজাতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব ও ১৫ আগস্টের অন্যান্য শহীদ, চার জাতীয় নেতা, স্বাধীনতা যুদ্ধে শহীদ এবং বিভিন্ন গণআন্দোলনে নিহত বীরদের বিদেহী আত্মার শান্তিও কামনা করা হয়।
ইফতারে অন্যান্যের মধ্যে মাওলানা মীর মোহাম্মদ আল্লামা হাবিবুর রহমান যুক্তিবাদী, মাওলানা সেলিম হোসাইন আজাদী, মাওলানা আবদুল আলিম আজাদী, মুফতি ওবাইদুল হক, শেখ খন্দকার গোলাম মাওলা নকসবন্দী, হাফেজ মাওলানা আবদুল বারী, পীরজাদা আখতার হোসাইন যুক্তিবাদী, হাফেজ মুফতি আবদুস সাত্তার, মাওলানা মুহাম্মদ আবুল হাসান শেখ শরিয়তপুরী, মোহাম্মাদ সোলাইমান আল-আজহারী, মাওলানা মোহাম্মাদ ইসমাইল হোসাইন, মাওলানা মোহাম্মদ খোরশেদ আলম, মুফতি মাওলানা রুহুল আমিন, কারী মাওলানা মোহাম্মদ আসাদুজ্জামান আল-কাদরী, মাওলানা ওয়াহিদুজ্জামান ও মুফতি মাওলানা গোলাম পারভেজ দিদার শরিক হন।
এ ছাড়া ধর্মবিষয়ক মন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, সমাজকল্যাণ মন্ত্রী মহসীন আলী, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী এ কে এম মোজাম্মেল হক, ডা. দীপু মনি, আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আবদুল্লাহ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবদুস সোবহান শিকদার এবং প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী উপস্থিত ছিলেন।