513
Published on জুন 24, 2014এ প্রকল্পের মোট ব্যয় হবে ২৪ কোটি ৫০ লাখ টাকা, যা সরকারি তহবিল থেকে মেটানো হবে। প্রস্তাবিত এ প্রকল্প বাস্তবায়নের মেয়াদকাল ধরা হয়েছে চলতি ২০১৪ সালের জুলাই থেকে ২০১৭ সালের জুন পর্যন্ত।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) প্রকল্পটির বাস্তবায়ন করা হবে।
পরিকল্পনা কমিশনের যুগ্ম-প্রধান (স্বাস্থ্য উইং) ফিরোজা বেগম জানান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের অভ্যন্তরে একটি অটিস্টিক স্কুল, হাসপাতাল ও খেলাঘর প্রতিষ্ঠা করা হবে। এছাড়া চাইল্ড ডে-কেয়ার স্থাপন করা হবে।’