আওয়ামী লীগের কারনেই ডিজিটাল বিপ্লব সম্ভব হয়েছেঃ জয়

506

Published on জুন 23, 2014
  • Details Image

নাগরিকের তথ্য ও সেবা প্রাপ্তি নিশ্চিত করার পাশাপাশি সরকারের স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি উদ্ভাবনী ও জনমুখী প্রশাসন প্রতিষ্ঠা করতে জাতীয় তথ্য বাতায়ন তৈরি করা হয়। ২৫ হাজার ৪৩টি ওয়েবসাইটকে একই সূত্রে গেঁথে বিশ্বের বৃহত্তম এ সরকারি পোর্টালটি তৈরি করা হয়েছে।

ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার কথা তুলে ধরে তিনি বলেন, পৃথিবীর অন্যান্য দেশে সরকারের চেয়ে প্রাইভেট সেক্টর দ্রুত এগিয়ে যায়। তবে আওয়ামী লীগ সরকার ই-গভর্নেন্স প্রতিষ্ঠা করতে অনেক এগিয়ে গেছে। ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট এর চেয়েও অনেক দ্রুত এগিয়েছে, এটা আমরা গর্বের সঙ্গে বলতে পারি।

জয় বলেন, বাংলাদেশ যে গতিতে এগোচ্ছি, এটা কেউ থামাতে পারবে না। বাংলাদেশ আওয়ামী লীগের সরকার এটা পারবে এটা আমার দৃঢ় বিশ্বাস।

জাতীয় তথ্য বাতায়ন বিশ্বের সবচেয়ে বড় সরকারি ওয়েব পোর্টাল উল্লেখ করে প্রধানমন্ত্রী তথ্য ও প্রযুক্তি বিষয়ক এ উপদেষ্টা বলেন, আমরা যাচাই করে দেখেছি অন্য কোন দেশে সরকারি ২৫ হাজার ওয়েব পোর্টাল এক সঙ্গে নেই। এটা কেবল বাংলাদেশে আছে।

জাতীয় তথ্য বাতায়ন ও এর সঙ্গে সংযুক্ত ওয়েবসাইটগুলোর বেশির ভাগ কাজই বাংলাদেশি প্রযুক্তিবিদরা করেছে জানিয়ে তিনি বলেন, এ কাজগুলো করতে আমাদের বিদেশি বিশেষজ্ঞদের পরামর্শ নিতে হয়নি।

সাধারণ মানুষকে যাতে তথ্য চেয়ে না নিতে হয় সে জন্য এ তথ্য বাতায়ন তৈরি করা হয়েছে জানিয়ে জয় বলেন, মানুষ চাওয়ার আগেই যাতে তথ্য পায় সে ব্যবস্থা করতে এ ওয়েব পোর্টাল তৈরি করা হয়েছে।

এখান থেকে তথ্য সেবা নিয়ে সাধারণ মানুষ উপকৃত হওয়ার পাশাপাশি প্রশাসন ও সরকারের স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত হবে বলেও মনে করেন তিনি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব আবুল কালাম আজাদ।

মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আব্দুস সোবহান সিকদার, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কামাল আব্দুল নাসের চৌধুরী প্রমুখ।

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত