507
Published on জুন 23, 2014
পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে সেখানে কিছু সময়ের জন্য নীরবে দাঁড়িয়ে থাকেন। দলের সিনিয়র ও কেন্দ্রীয় নেতাদের পাশে নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী হিসাবেও শেখ হাসিনা তাঁর দলের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আরেকবার পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ ও অ্যাডভোকেট ইফসুফ হোসেন হুমায়ুন, আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, আব্দুল লতিফ সিদ্দিকী ও অ্যাডভোকেট সাহারা খাতুন, সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, যুগ্ম-সম্পাদক ডা: দীপুমনি, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাসান মাহমুদ এবং দলের অন্যান্য কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
পরে শেখ হাসিনা জাতীয় পতাকা উত্তোলন এবং কবুতর ও বেলুন উড়িয়ে দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির উদ্বোধন করেন।
এ সময় দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম দলীয় পতাকা উত্তোলন করেন। অনুষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।