657
Published on জুন 22, 2014প্রধানমন্ত্রী ওই অনুষ্ঠানে তাঁর নিজের অংশগ্রহণের জন্য আরেকটি সনদপত্র গ্রহণ করেন। আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তাঁর জাতীয় সংসদ অফিসে এই দু’টি সনদপত্র হস্তান্তর করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর।
সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লে. জেনারেল আবু বেলাল মুহাম্মদ শফিউল হক এসময় উপস্থিত ছিলেন।
‘গিনেস ওয়ার্ল্ড রেকর্ড’-এর এই সনদপত্র প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংরক্ষণ করা হবে।
উল্লেখ্য, গত ২৬ মার্চ ঢাকায় সবচেয়ে বেশি মানুষের কন্ঠে ‘জাতীয় সংগীত’ গাওয়ার জন্য বাংলাদেশ ‘গিনেস ওয়ার্ল্ড রেকর্ড’-এ তালিকাভুক্ত হয়েছে। পরবর্তিতে ‘গিনেস ওয়ার্ল্ড রেকর্ড’ কর্তৃপক্ষ বিষয়টি নিজেদের ‘অফিসিয়াল’ ওয়েবসাইটে ঘোষণা করে।
ওয়েবসাইটে বলা হয়, ‘সবচেয়ে বেশি সংখ্যক দুই লাখ ৫৪ হাজার ৫৩৭ জন জাতীয় সংগীত গেয়েছে এবং গত ২৬ মার্চ ২০১৪ তারিখে বাংলাদেশের ঢাকায় জাতীয় প্যারেড গ্রাউন্ডে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় তা অনুষ্ঠিত হয়।’