দক্ষ কর্মীবাহিনী গড়ে তুলতে কারিগরি শিক্ষা গুরুত্বপুর্নঃ প্রধানমন্ত্রী

948

Published on জুন 18, 2014
  • Details Image

তিনি বলেন, দারিদ্র বিমোচনের একমাত্র উপায় হল শিক্ষা। আর আগামীতে দক্ষ কর্মীবাহিনী গড়ে তুলতে বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষা আরো গুরুত্বপূর্ণ। আজ রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ-২০১৪ উদ্বোধনকালে প্রধানমন্ত্রী একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার পাঠ্যক্রমকে আন্তর্জাতিক মানের পর্যায়ে উন্নীত এবং শিক্ষাকে আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
তিনি বলেন, ‘বাংলাদেশে আইসিটি উন্নয়নের পন্থা এখন বিশ্বে মডেল হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের ছেলে-মেয়েরা মেধাবী এবং সুযোগ পেলে তারা প্রমাণ করতে পারে।’

‘একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা’ প্রতিপাদ্যে সারাদেশে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ-২০১৪ পালিত হচ্ছে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, শিক্ষা সচিব ড. মোহাম্মদ সাদিক ও কারিগরি শিক্ষা বোর্ডের মহাপরিচালক শাহ্জাহান মিয়া।

শেখ হাসিনা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞানসম্মত জ্ঞান ও তথ্য প্রযুক্তি সমৃদ্ধ একটি জাতি গঠন করতে চেয়েছিলেন।
তিনি বলেন, ‘বঙ্গবন্ধু ১৯৫৪ সালে যুক্তফ্রন্ট সরকারের শিল্প মন্ত্রীর দায়িত্ব পালনকালে তাঁর উদ্যোগে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়।’

প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার যথাসম্ভব উন্নয়ন ইস্যুগুলোতে সর্বদা বঙ্গবন্ধুর পথ অনুসরণ করছে। প্রতি খাতের মতো আওয়ামী লীগ সরকার কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ওপর গুরুত্ব দিয়ে গোটা শিক্ষা ব্যবস্থায়ই সংস্কার সাধন করেছে।

তিনি বলেন, ওই কর্মসূচির অংশ হিসেবেই সরকার প্রতিটি জেলায় পলিটেকনিক ইনস্টিটিউট গড়ে তোলার সিদ্ধান্ত নেয় এবং এই কর্মসূচির আওতায় ১৯৯৬ সালে তাঁর সরকার প্রাথমিক পর্যায়ে ১৮টি ইনস্টিটিউট নির্মাণ করেছে।

কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার উন্নয়নে তাঁর সরকারের অন্যান্য পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি বলেন, পরবর্তী বিএনপি-জামায়াত জোট এবং পরবর্তী কেয়ারটেকার সরকার ওই প্রকল্পগুলো ধ্বংস করে দেশে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করে।

প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার ২০২০ সালের মধ্যে মাধ্যমিক স্তরে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় ২০ শতাংশ শিক্ষার্থী বৃদ্ধির পদক্ষেপ গ্রহণ করেছে।

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত