দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতে বাংলাদেশ ও কম্বোডিয়ার মধ্যে তিনটি চুক্তি ও একটি এমওইউ স্বাক্ষর

466

Published on জুন 17, 2014
  • Details Image

আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন-এর মধ্যে আনুষ্ঠানিক আলোচনা শেষে তাঁদের উপস্থিতিতে এসব চুক্তি স্বাক্ষর করা হয়।

বাংলাদেশ ও কম্বোডিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতাকে উৎসাহিত করার লক্ষ্যে ‘যৌথ কমিশন’ গঠনের জন্য প্রথম চুক্তিটি স্বাক্ষরিত হয়। কম্বোডিয়ার পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপ-প্রধানমন্ত্রী হর ন্যামহং এবং বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম নিজ নিজ দেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। পরে তারা চুক্তিপত্র বিনিময় করেন।

এরপর বাংলাদেশ ও কম্বোডিয়ার মধ্যে পারস্পরিক বিনিয়োগ বৃদ্ধি ও সুরক্ষা সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশের শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এবং কম্বোডিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন ‘কাউন্সিল ফর ডেভেলপমেন্ট’-এর মহাসচিব ও মন্ত্রী চক চেন্দা সোপিয়ে নিজ নিজ সরকারের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

বাংলাদেশ ও কম্বোডিয়ার মধ্যে সাংস্কৃতিক সহযোগিতার বিষয়ে তৃতীয় চুক্তিটি স্বাক্ষরিত হয়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর এবং কম্বোডিয়ার সংস্কৃতি ও চারুকলা বিষয়ক মন্ত্রী প্রোয়ুরঙ সাকোনা নিজ নিজ সরকারের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

একমাত্র সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয় কৃষি ক্ষেত্রে বৈজ্ঞানিক ও কারিগরি সহযোগিতা সংক্রান্ত। কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী এবং কম্বোডিয়ার কৃষি, বনায়ন ও মৎস সম্পদ মন্ত্রী ওইউক রাবুন নিজ নিজ দেশের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

পাশাপাশি কম্বোডিয়ার উপ-প্রধানমন্ত্রী হর ন্যামহং এবং বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম নিজ নিজ দেশের পক্ষে ১৭দফা যৌথ ঘোষনায় স্বাক্ষর করেন।

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত