455
Published on জুন 16, 2014প্রথমবারের মত মন্ত্রনালয়ে এক সাংবাদিক সম্মেলন আয়োজন করে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মোস্তফা কামাল মন্ত্রনালয়ের কর্মকান্ডের কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘মোট দেশজ উৎপাদন বৃদ্ধি পেলে কর্মসংস্থানের হারও বাড়ে।’
মন্ত্রনালয়ের কর্মকর্তা শামসুল আলম জানান জিডিপিতে এক শতাংশ বৃদ্ধি হলে প্রায় আড়াই লক্ষ লোকের কর্মসংস্থান হয়। ‘আগামী অর্থবছরে ৭ শতাংশ প্রবৃদ্ধি হলে ১৭.৫ লক্ষ লোকের কর্মসংস্থান হবে এবং দুই থেকে আড়াই লক্ষ লোক বিদেশে কর্মসংস্থান লাভ করবে।’ গত পাঁচ বছরে ৯৫-৯৬ লক্ষ লোকের কর্মসংস্থান হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
আইসিটি খাতকে কর্মসংস্থানের একটি বড় উৎস হিসেবে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘শিক্ষিত বেকার যুবকদের জন্যে লার্নিং এন্ড আর্নিং প্রোগ্রামসহ আরো বিভিন্ন প্রকল্প আমরা হাতে নিয়েছি। এর ফলে ৫০-৫৫ হাজার যুবকের কর্মসংস্থান হবে।’ এই খাতে কম বিনিয়োগে অধিক কর্মসংস্তাহ্ন সৃষ্টি সম্ভব বলে মন্ত্রী উল্লেখ করেন।