পদ্মা সেতু এই অঞ্চলের জন্য একটি অনন্য দৃষ্টান্ত হবেঃ প্রধানমন্ত্রী

485

Published on জুন 14, 2014
  • Details Image

আজ তাঁর সরকারি বাসভবন গণভবনে আয়োজিত এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ইনশাআল্লাহ পদ্মা সেতু নির্মাণ কাজ ইতোমধ্যে শুরু হয়েছে, যা এ অঞ্চলের জন্য একটি উজ্জ্বল ও ব্যতিক্রমী দৃষ্টান্ত হবে।’

সদ্যসমাপ্ত চীন সফরের অভিজ্ঞতা তুলে ধরার লক্ষ্যে আজ বিকেলে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

শেখ হাসিনা বলেন, তাঁর নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার সকল ষড়যন্ত্র এবং বাধা-বিপত্তিকে নস্যাৎ করে দিয়ে এই সেতু নির্মাণ কাজ শুরু করতে সক্ষম হয়েছে।

তিনি বলেন, ‘বঙ্গবন্ধু হত্যার বিচার ও সে বিচারের রায় কার্যকর করা এবং যুদ্ধাপরাধীদের বিচার শুরু করায় আমি মূলত এই ষড়যন্ত্রকারীদের লক্ষ্যবস্তুতে পরিণত হই।’

তিনি বলেন, আপনারা সকলেই জানেন ’৭১এর যুদ্ধাপরাধীদের বিচার করতে গিয়ে বিভিন্ন মহল থেকে আমি কত মারাত্মক চাপ মোকাবেলা করি। এর মধ্যে পদ্মা সেতু ইস্যু একটি খোড়া যুক্তিমাত্র।

তিনি বলেন, ষড়যন্ত্রকারীরা পদ্মা সেতু নির্মাণ প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগ তুলে আমার, আমার বোনের এবং আমার পরিবারের সম্মানহানি করতে চেয়েছিল। কিন্তু পরম করুণাময় আল্লাহর অশেষ রহমতে আমরা দুর্নীতির সেই চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম হয়েছি। তারা এই কার্যক্রমে কোন দুর্নীতি খুঁজে বের করতে না পেরে চুপ মেরে গেছে।

প্রধানমন্ত্রী বলেন, তিনি এবং তাঁর পরিবার কোন ব্যক্তিগত স্বার্থের জন্য কাজ করেন না। তিনি বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে দেশ ও জনগণের উন্নতি করা এবং আমরা দেশ ও জনগণের জন্য নিবেদিত।

শেখ হাসিনা বলেন, তিনি সবসময়ই জনগণের মঙ্গল চিন্তা করেন। তিনি বলেন, আমরা সবসময় এমন কিছু করতে চাই যাতে দেশ ও জনগণের উন্নতি হয় এবং মাথা উঁচু করে দাঁড়াতে পারে।

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত