চীনা বিপ্লবের শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী

461

Published on জুন 8, 2014
  • Details Image

ফুলের তোড়া দেয়ার পর প্রধানমন্ত্রী চীনা বীরদের স্মরণে সেখানে কিছু সময় নিরবে দাঁড়িয়ে থাকেন। ১৯ ও ২০ শতকে বিপ্লবের সময় এসব বীর শহীদ হন।

এ সময় চীনা পিপলস আর্মির একটি চৌকস দল সশস্ত্র স্যালুট প্রদান করে এবং বাংলাদেশ ও চীনের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম ও ইকবাল সোবহান চৌধুরী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জুন এবং প্রধানমন্ত্রীর অন্যান্য সফরসঙ্গী এ সময় উপস্থিত ছিলেন।

এরপর প্রধানমন্ত্রী বেইজিং ছায়াং থিয়েটারে যান এবং চীনা শিল্পীদের এ্যাক্রোবেটিক শো প্রত্যক্ষ কনের।

শেখ হাসিনা থিয়েটার প্রাঙ্গণে পৌঁছলে থিয়েটারের জেনারেল ম্যানেজার লিউ শিংওয়াং তাঁকে স্বাগত জানান।

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত