472
Published on জুন 7, 2014শনিবার সকালে রাজধানীর ধানমন্ডিস্থ ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে, সকাল ৭টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
পরে আওয়ামী লীগের পক্ষে দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম দলীয় নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময়ে অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এডভোকেট সাহারা খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে ঢাকা মহানগর আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগসহ আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে।
এদিকে বিকেলে ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে আওয়ামী লীগ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিটিউশন মিলনায়তনে এ আলোচনা সভার আয়োজন করে। আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, সভাপতিমণ্ডলীর সদস্য এডভোকেট সাহারা খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন প্রমুখ।
ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু পরিষদ রাজধানীর কলাবাগানে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করে।
বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ডা. এস এ মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নেতা প্রফেসর ড. আখতারুজ্জমান, বঙ্গবন্ধু পরিষদের নেতা এডভোকেট আব্দুস সালাম, এডভোকেট দিদার আলী, মোহাম্মদ শহিদুল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন।
এর আগে ঐতিহাসিক ৭ জুন উপলক্ষে দুপুরে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করে।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সভাপতি এডভোকেট তারানা হালিম এমপি’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংগঠনের সহ-সভাপতি অভিনেতা এটিএম শামসুজ্জামান, সৈয়দ হাসান ইমাম, পীযুষ বন্দোপাধ্যায়, ড. ইনামুল হক, খায়রুল আলম সবুজ, টিপু মুন্সি এমপি, কবি হালিম আজাদ, সাধারণ সম্পাদক অরুন সরকার রানা প্রমুখ বক্তব্য রাখেন।
এদিকে শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ‘ঐতিহাসিক ৬ দফা দিবস’ উপলক্ষে প্রাক্তন ছাত্রলীগ ফাউন্ডেশনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংগঠনের নেতা এম এ রশিদ, আবুল হাসান চৌধুরী খালেদ এবং আহমদ আলী প্রমুখ বক্তব্য রাখেন।