বাংলাদেশী পণ্যের বাজার প্রসারে সহযোগিতার আশ্বাস দিলেন ইউনান প্রদেশের গভর্নর

460

Published on জুন 7, 2014
  • Details Image

তিনি দু’দেশের জনগণ পর্যায়ে যোগাযোগের উপর গুরুত্ব আরোপ করে বলেন, তার প্রাদেশিক সরকার দু’দেশের মধ্যে পর্যটন উন্নয়ন ও কুনমিং-এ বাংলাদেশী ছাত্রদের লেখাপড়া করার সুযোগ সৃষ্টিকে গুরুত্ব দেবে।

গভর্নর আজ সন্ধ্যায় এখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর হোটেল স্যুটে এক বৈঠকে একথা বলেন। প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি একেএম শামীম চৌধুরী সাংবাদিকদের ব্রিফিংকালে একথা বলেন। পররাষ্ট্র সচিব শহীদুল হক এ সময় উপস্থিত ছিলেন।

বৈঠকে প্রধানমন্ত্রী মায়ানমার হয়ে কুনমিং থেকে চট্টগ্রাম পর্যন্ত সড়ক নির্মাণ প্রকল্পটি দ্রুত বাস্তবায়নে গভর্নরের প্রতি আহ্বান জানান।

শেখ হাসিনা বলেন, সম্পর্ক উন্নয়নের জন্য সংযোগই একমাত্র পথ। তিনি বলেন, বাংলাদেশ কুনমিং-এর সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে গুরুত্ব দিচ্ছে। এটি দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রবেশ পথ এবং প্রতিবেশী দেশগুলোর মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ স্থাপন করবে।

গভর্নর বলেন, কুনমিং-এ বাংলাদেশী পণ্যের বড় বাজার রয়েছে। প্রাদেশিক সরকার বাণিজ্য বৈষম্য কমিয়ে উন্নয়নে বাংলাদেশী পণ্যের সহজ বাজারজাতকরণে পদক্ষেপ নেবে।

প্রধানমন্ত্রী পরে তাঁর সম্মানে দেয়া উনান প্রদেশের গভর্নরের দেয়া এক ভোজসভায় যোগ দেন।

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমাম, পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এবং প্রধানমন্ত্রীর মিডিয়া উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত