সাকিব আল হাসানঃ বাংলাদেশের ক্রিকেটের গর্ব

648

Published on জুন 3, 2014
  • Details Image

গতকাল মুম্বাইয়ে এক জমকালো ‘সিয়াট আন্তর্জাতিক পুরস্কার, ২০১৪’ এর অনুষ্ঠানে বছরের সেরা টোয়েন্টি-২০ ক্রিকেটারের পুরস্কার পেলেন সাকিব-আল হাসান। পুরস্কার তুলে দেন যজুর্বেন্দ্র সিং৷ ট্রফি হাতে আপ্লুত সাকিব বললেন, এই ট্রফি আমাকে আরও ভালো খেলতে উদ্বুদ্ধ করবে। তবে যিনি ২০১৩ ও ২০১১ সালে শীর্ষ টেস্ট অলরাউন্ডার এর স্বীকৃতি পেয়েছেন, তাঁর কাছ থেকে এটা প্রত্যাশিতই ছিল।

সম্প্রতি সাকিব সাফল্যের সাথে তাঁর আইপিএল অভিযান শেষ করেছেন, কলকাতা নাইট রাইডার্সের দ্বিতীয় শিরোপা জয়ে গুরুত্বপুর্ন অবদান রেখেছেন বাংলাদেশের সবচেয়ে সফল এই খেলোয়াড়। টুর্নামেন্টে তিনি ২২৭ রান এর পাশাপাশি ১১ টি উইকেট সংগ্রহ করেন। ব্যাটিঙয়ে তাঁর স্ট্রাইক রেট ছিল চমৎকার, ১৪৯.৩৪। এই টুর্নামেন্টে তিনি কয়েকটি ম্যাচে খুবই ভালো পারফর্ম্যান্স দেখান এবং ব্যাঙ্গালুরুর বিপক্ষে খেলায় ক্যারিয়ার-সেরা, ও ম্যাচ জেতানো, ৬০ রান করেন।

এই পারফর্ম্যান্সের কারনে ২০১৪ আইপিএলে সবচেয়ে মূল্যবান খেলোয়াড় হিসেবে ষষ্ঠ স্থান লাভ করেন। ২৩৮.৫ র্যা ঙ্কিং পয়েন্ট নিয়ে রান ও উইকেট সংগ্রহকারীদের তালিকায় যথাক্রমে ৩৫তম ও ২১তম স্থান অধিকার করেছেন।

সাকিব আল হাসানের এই ধারাবাহিক সাফল্যের জন্য বাংলাদেশ আওয়ামী লীগ তাকে অভিনন্দন জানাচ্ছে পাশাপাশি খেলার মাঠে তাঁর উত্তরোত্তর সাফল্য কামনা করছে।

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত