শুরু হলো হাইটেক পার্কে প্রশিক্ষণ

519

Published on মে 31, 2014
  • Details Image

কয়েক হাজার প্রশিক্ষণার্থীদের মধ্যে প্রথম পর্যায়ে ২০০ জন গ্রাজুয়েট এ কর্মশালায় অংশগ্রহণ করেন।

এ সময় হাইটেক পার্কের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম বলেন, ‘আমরা দেশের সর্বস্তরের মানুষের হিউম্যান ডেভেলপমেন্টের জন্য নানান উদ্যোগ হাতে নিয়েছি। এ জন্য ইতোমধ্যে আমরা কয়েক ধাপে প্রশিক্ষণ সফলভাবে সমাপ্ত করেছি’।

এ ছাড়া এখন সাড়ে ৬শ’ প্রফেশনালদের স্কিল ডেভেলপমেন্ট প্রশিক্ষণ দেয়া হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, একই সাথে ৩ হাজার প্রশিক্ষণার্থীকে অন্যান্য প্রশিক্ষণ দেয়া হচ্ছে।

ব্যবস্থাপনা পরিচালক বলেন, যেসব প্রতিষ্ঠান এসব প্রশিক্ষণের দায়িত্ব নিয়েছে তারা এই প্রশিক্ষণ শেষে অন্তত ৫০ শতাংশ জব প্লেসমেন্টের ব্যবস্থা করবেন। আইসিটি সেক্টরে ক্যাপাসিটি বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতে এ ধরনের প্রকল্প নিয়ে নিয়মিত কাজ করা হবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে ‘স্কিল এনহেন্সম্যান্ট ট্রেনিং'-এর আওতায় গ্রাফিক্স ডিজাইন, অনলাইন মার্কেটিং এবং হার্ডওয়্যার অ্যান্ড নেটওয়ার্ক প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করা হয়।

‘মিড লেভেল ট্রেনিং' শীর্ষক প্রশিক্ষণ প্রাপ্তদের মধ্যে যারা প্রশিক্ষণ শেষ করেছেন তাদের সার্টিফিকেট প্রদান করা হয়। কালিয়াকৈর হাইটেক পার্কের প্রকল্প পরিচালক এ এন এম শফিকুল ইসলাম ও ক্রিয়েটিভ আইটি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মনির হোসেন এ সময় উপস্থিত ছিলেন।

-বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত