জাপান সবসময় বাংলাদেশের পাশে থাকবেঃ প্রধানমন্ত্রী

514

Published on মে 31, 2014
  • Details Image

জাপানের সম্রাট আকিহিতো ও প্রধানমন্ত্রী শিন জো আবের সঙ্গে সাক্ষাতে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে সমঝোতা স্মারক মই করার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, দুজনেই সফরের আশ্বাস দিয়েছেন, একইসঙ্গে অর্থনৈতিক অগ্রযাত্রায় বাংলাদেশের পাশে থাকার কথাও পুনর্ব্যক্ত করেছেন।

জাপান বিভিন্ন সময়ে বাংলাদেশকে নানা ধরনের সাহায্য-সহযোগিতা দিয়ে আসছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এ সহযোগিতা অব্যাহত থাকবে। আমার এ সফরের মাধ্যমে বাংলাদেশ-জাপান সম্পর্কে নতুন মাত্রা যোগ হয়েছে। এ সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। আমরা দ্বিপাক্ষিক অনেক বিষয়ে ঐকমত্যে পৌঁছাই।

প্রধানমন্ত্রী জানান, তার এ সফরে জাপানের সঙ্গে ২১ দফার যৌথ ইশতেহার সই হয়েছে। আগামী ৪-৫ বছরে বাংলাদেশকে ছয়শ’ কোটি মার্কিন ডলার অর্থ সহায়তা দেবে জাপান, এ অর্থ দেশের আর্থ সামাজিক উন্নয়নে ব্যয় করা হবে। দেশে একটি পিস বিল্ডিং সেন্টার স্থাপনে জাপান কারিগরি সহায়তা দেবে বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনার পাশাপাশি বাংলাদেশের প্রকৃতি ও পরিবেশ সম্পদ সম্পর্কে জাপানি প্রজন্মকে ধারণা দিতে দেশটিকে এক জোড়া রয়্যাল বেঙ্গল টাইগার উপহার দেওয়ার আশ্বাস দিয়েছি।

এছাড়া, দেশে আরেকটি পরমাণু বিদ্যুৎ প্রকল্প স্থাপনে জাপানের সহায়তাও চাওয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা জানান, জাপানে অনুষ্ঠেয় অলিম্পিক-প্যারা অলিম্পিকের বিভিন্ন অবকাঠামো নির্মাণে শ্রমিক প্রয়োজন হলে বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তার এ আহ্বানের পরিপ্রেক্ষিতে আশ্বাস দেন জাপানি প্রধানমন্ত্রী।

বাংলাদেশকে বিশ্বের বিভিন্ন দেশ উন্নয়নের রোল মডেল হিসেবে দেখছে জানিয়ে দেশের উন্নয়নে গৃহীত পদক্ষেপের কথা জাপানি সম্রাট ও প্রধানমন্ত্রীকে জানান শেখ হাসিনা।

এছাড়া, ওয়াসেদা বিশ্ববিদ্যালয়ে দেওয়া বক্তব্যে শিক্ষার্থীদের ‘যুদ্ধ নয় শান্তি, ধ্বংস নয় উন্নয়ন’ মন্ত্রে দীক্ষিত হওয়ার আহ্বান জানিয়েছেন বলেও জানান প্রধানমন্ত্রী।

পাশাপাশি ব্যবসায়ীদের সঙ্গে সাক্ষাতে জাপানি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের জন্য আহ্বান জানানো হয়েছে বলেও জানান শেখ হাসিনা।

২৪ মে দিনগত রাত ১২টায় চারদিনের সরকারি সফরে জাপান যান প্রধানমন্ত্রী। সফরে তার সফরসঙ্গী ছিলেন ১০৯ জন। সফরকালে জাপানের সম্রাট আকিহিতো, প্রধানমন্ত্রী শিন জো অ্যাবের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। এছাড়া, এ সফরে দু’দেশের মধ্যে কয়েকটি চুক্তিও সই হয়।

এসময় অন্যদের মধ্যে স্থানীয় সরকার মন্ত্রী ও আ’লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী উপস্থিত ছিলেন।

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত