সিরিয়ায় ১৩৫ কোটি টাকার পাটজাত পণ্য রপ্তানি করবে বাংলাদেশ

526

Published on মে 29, 2014
  • Details Image

 

সম্প্রতি বাংলাদেশ পাটকল কর্পোরেশন (বিজেএমসি) এর সুত্রে জানা গেছে চলতি অর্থবছরে বাংলাদেশ সিরিয়াতে ১৩৫ কোটি টাকার পাটজাত পন্য রপ্তানি করবে।

বিজেএমসি’র এক বিপণন কর্মকর্তা বলে, ‘আমরা এই অর্থবছরে সিরিয়াতে ১৩৫ কোটি টাকার ৩০,০০০ বেল পাট ও পাটজাতপণ্য রপ্তানি করবো’। আগামী মাস থেকেই এই চালান শুরু হবে বলে তিনি জানান।

গত ২০১২-১৩ অর্থবছরে বাংলাদেশ থেকে ১৭৫ কোটি টাকার পাটজাত পন্য সিরিয়ায় রপ্তানি করা হয়।

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত