487
Published on মে 29, 2014প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট আজ সকাল ৬টা ৫০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে।
জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের আমন্ত্রণে প্রধানমন্ত্রী এই সফর করেন।
এই ফ্লাইট টোকিওর গতকাল স্থানীয় সময় রাত ৯টা ১০ মিনিটে হানেদা আন্তর্জাতিক বিমান বন্দর থেকে প্রধানমন্ত্রী ও তাঁর সফর সঙ্গীদের নিয়ে যাত্রা করে।
জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন, বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত শিরো সাদোশিমা, জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রটোকল প্রধান শিগেইউকি হিরোকি বিমান বন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।
-বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)