501
Published on মে 29, 2014তিনি বলেন, এক ধরনের লোক আছে যারা সব সময় সরকারি দল করে। তারা সরকার আসলে ভোল পাল্টে সরকারি দল হয়ে যায়।
প্রধানমন্ত্রী বলেন, ‘এখন যারা এসব ঘটনা ঘটাচ্ছে তারা জামায়াত-শিবিরের লেবাস ও ভোল পাল্টে আওয়ামী লীগ, যুবলীগে আশ্রয় নিয়েছে। এরা যুবলীগের ভেতরে এসে যত অপকর্ম, খুন, খারাবী, সন্ত্রাসী করে যাচ্ছে’।
জাপান সফররত প্রধানমন্ত্রী সে দেশে অবস্থানকারী প্রবাসী বাংলাদেশীদের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন।
হোটেল অকুরাতে অনুষ্ঠিত এই সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাপান আওয়ামী লীগের সভাপতি মাসুদুর রহমান। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন, স্থানীয় আওয়ামী লীগ নেতা এম আরিফ শামসুল আলম ভূট্টো এবং মাহমুদ রবি চৌধুরী অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
শেখ হাসিনা বলেন, তারা ভাবছে ক্ষমতায় থাকলে কিছু হবে না। কিন্তু আমার সিদ্ধান্ত পরিস্কার। অপরাধ যেই করুক, অন্যায় যে করুক, কে কোন্ দল করে তা আমি দেখবো না। যে অপরাধী সে অপরাধীই। দলের লেবাস পরলেই পার পাবে তা কিন্তু হবে না।
প্রধানমন্ত্রী প্রবাসী বাঙ্গালীদের উদ্দেশ্য করে বলেন, ‘আমাদের ওপর বিশ্বাস রাখবেন। আমরা অপরাধীকে কখনো প্রশ্রয় দিই নাই। কখনো দেবো না। আমরা বাংলাদেশকে শান্তিপূর্ণ ও অর্থনৈতিকভাবে উন্নত দেশ হিসেবে গড়ে তুলবো, বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়ন করবো।’
বিএনপির সংসদ নির্বাচন ঠেকানোর নামে ধ্বংসাত্মক কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি বলেন, তারা বহু মানুষকে পুড়িয়ে হত্যা করেছে, অবলা গরু পর্যন্ত রেহাই পায়নি, তারা ১৭ জন পুলিশকে হত্যা করেছে। এসময় অনেক শক্তি তাদের আন্দোলনকে উৎসাহিত করেছে।
প্রধানমন্ত্রী প্রবাসীদের প্রতি দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কোন কাজ না করা এবং সুনাম বৃদ্ধির জন্য অবদান রাখার আহ্বান জানান । ঢাকা-নারিতা সরাসরি বিমান চালুর দাবির ব্যাপারে বলেন, ঢাকা গিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।
-বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)