497
Published on মে 26, 2014গত ২১ মে যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে এক অনুষ্ঠানে বাংলাদেশ দূতাবাসের পলিটিক্যাল কাউন্সিলর নাঈম উদ্দিন আহমেদের হাতে এই পুরস্কার তুলে দেন বেটার ওয়ার্ল্ড ক্যাম্পেইনের নির্বাহী পরিচালক এবং ইউএন ফাউন্ডেশনের পাবলিক পলিসি বিষয়ক ভাইস প্রেসিডেন্ট পিটার ইয়ে।
আগামী ২৯ মে জাতিসংঘ শান্তিরক্ষীদের ‘ইন্টারন্যাশনাল ডে’ উপলক্ষে এ পুরস্কার দেয়া হয়।
অনুষ্ঠানে ভারত, স্পেন, জার্মানি, ঘানা, মরক্কো, ইথিওপিয়া এবং জর্দানকেও একই পুরস্কার দেয়া হয়। গোলযোগপূর্ণ অঞ্চলে বাংলাদেশের সৈন্যরা যে ভূমিকা রেখে চলেছেন তার বিরাট এক স্বীকৃতি পেল বাংলাদেশ। আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ইতিবাচক ইমেজ গড়তে এ অ্যাওয়ার্ডের গুরুত্ব অপরিসীম।
অনুষ্ঠানে ক্যালিফোর্নিয়ার ডেমক্রেটদলীয় কংগ্রেসম্যান স্যাম ফার, কংগ্রেসম্যান ডেভিড সিসিলিন, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সম্পর্ক ব্যুরোর ডেপুটি অ্যাসিসটেন্ট সেক্রেটারি ভিক্টোরিয়া কে হোল্ট উপস্থিত ছিলেন।
জাতিসংঘের চলমান কার্যক্রম সম্পর্কে অবহিত করার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের নাগরিকদের উদ্বুদ্ধ করতে কাজ করছে ‘দ্য ইউনাইটেড নেশন্স অ্যাসোসিয়েশন-ইউএসএ’।