451
Published on মে 24, 2014জার্মান-এশিয়া প্যাসিফিক ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের সদস্য উইলিয়াম জি ক্লাসেনের নেতৃত্ব ১০ সদস্যের প্রতিনিধি দল পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমও উপস্থিত ছিলেন।
মেশিনারিজ ও বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে বাংলাদেশকে সহায়তা করতেও জার্মানির আগ্রহ রয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। এ ছাড়া বস্ত্র, পাট, পানি শোধন, জ্বালানি নিরাপত্তা ও এ সকল বিষয়ে নীতি নির্ধারণে বাংলাদেশকে সহায়তারও আশ্বাস দেন জার্মান প্রতিনিধি দল। ৫ দিনের সফরে প্রতিনিধি দল বাংলাদেশে রয়েছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জার্মান প্রতিনিধি দলের গত বছর বাংলাদেশ সফরের কথা ছিল। কিন্তু রাজনৈতিক অস্থিরতার কারণে প্রতিনিধি দলটি সে সময় বাংলাদেশে আসতে পারেনি। বৈঠকে জার্মান প্রতিনিধি দল জানায়, বহির্বিশ্বে বাংলাদেশ নিয়ে নেতিবাচক প্রচারণা রয়েছে। কিন্তু বাংলাদেশ সফরের পর তারা বুঝতে পেরেছেন বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক অবস্থা বিনিয়োগ উপযোগী।