জানুয়ারীর নির্বাচন সাংবিধানিকভাবেই অনুষ্ঠিত হয়েছেঃ জাপানের রাষ্ট্রদূত

469

Published on মে 21, 2014
  • Details Image

আজ ঢাকা ভিত্তিক কূটনৈতিক সংবাদদাতাদের সংগে মতবিনিময়কালে তিনি বলেন, ‘না, আপনাদের সরকারের সংগে কাজ করতে আমাদের কোন সমস্যা হচ্ছে না। আমরা মনে করি জানুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচন সাংবিধানিকভাবেই হয়েছে।’

তিনি বলেন, ‘আমাদের দিক থেকে আমরা মনে করি নির্বাচন অন্তত সাংবিধানিকভাবে অনুষ্ঠিত হয়েছে। কোন ক্রুটি ধরা পড়েনি।’

জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ কূটনৈতিক সংবাদদাতা এসোসিয়েশন (ডিকাব) আয়োজিত মতবিনিময় সভায় তিনি একথা বলেন। এতে সভাপতিত্ব করেন ডিকাব সভাপতি মাইনুল আলম।
রাষ্ট্রদূত সন্তোষ প্রকাশ করে বলেন, নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও গত বছর জাপানি কোম্পানিগুলো বাংলাদেশে রেকর্ড পরিমাণ বিক্রি করেছে।

তিনি বলেন, এতে একদিকে স্বস্তি পেয়েছি, অন্যদিকে আমরা আশ্চর্য হয়েছি এত জটিল পরিস্থিতির মধ্যেও আমাদের কোম্পানিগুলোর রেকর্ড পরিমান বিক্রির পেছনে কারণ কি? আমাদের কোম্পানিগুলো খুবই খুশি।

জাপানের রাষ্ট্রদূত বলেন, তার দেশের বিনিয়োগকারিরা বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে উদ্বিগ্ন। তবে সরকার রাজনৈতিক সমস্যা সমাধানে প্রচেষ্টা চালাবে বলে টোকিও আশাবাদী।

আগামী সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার টোকিও সফরের প্রাক্কালে ডিকাব জাপানের রাষ্ট্রদূতের সংগে এই সংলাপের আয়োজন করলো। এসফরকালে দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।

সাদোশিমা বলেন, সফরকালে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সংগে আমাদের প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক আলোচনা হবে। এতে রাজনৈতিক, নিরাপত্তা এবং অর্থনৈতিক সহযোগিতাসহ ব্যাপক বিষয় নিয়ে আলোচনা হবে।

সুত্রঃ বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত