509
Published on মে 21, 2014সভায় জানানো হয়, নিকট অতীতে সহিংস রাজনীতি থাকা সাত্ত্বেও এডিপি’র বাস্তবায়ন হার ৫৫ ভাগ। সভায় আরও জানানো হয় বাংলাদেশের অর্থনীতি কয়েকটি অর্থনীতির মধ্যে একটির যে গত পাঁচ বছর ৬ ভাগ জিডিপি প্রবৃদ্ধি অর্জন করেছে। এ বছর জিডিপি’র প্রবৃদ্ধির হার ৬.১২ শতাংশ।
পরিকল্পনামন্ত্রী বলেন, দেশের মাথাপিছু আয় ১ হাজার ১৮০ মার্কিন ডলার, যা গত বছর ছিল ১ হাজার ৪৪ মার্কিন ডলার। আগামী ২০২১ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতির ব্যাপক অর্জন হবে।
প্রধানমন্ত্রী ও জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত আজকের সভায় পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, ডাক, টেলিযোগাযোগও তথ্য ও যোগাযোগ প্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।
সভাশেষে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ‘একনেক’ পাস হওয়া ৪ টি প্রকল্প নিয়ে উপস্থিত সাংবাদিকদের সাথে প্রেসব্রিফিং-এ মিলিত হন।